ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে অভিযানে চালিয়ে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিলসহ ওবায়দুর খান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ তাকে আটক করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঝাউখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ঝাউতলা গ্রামের বিল্লাল খানের ছেলে ওবায়দুর খানকে তার বাড়ী থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে, ঘরের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওবায়দুর খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। আটককৃত ওবায়দুর খানকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান