লালমনিরহাটের হাতীবান্ধায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিজানুর রহমান মিজান (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজানুর রহমান হাতীবান্ধা থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শুক্রবার সকালে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে মিজানুরকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/১৯ আগষ্ট ২০১৮/হিমেল