হবিগঞ্জে অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর আলম বাজারে এ ঘটনা ঘটে।
সজল বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চার্জ দেওয়ার জন্য আলম বাজারের একটি অবৈধ টমটম গ্যারেজে যান সজল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৯ আগষ্ট ২০১৮/হিমেল