বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার কারমুক্তি দাবি করে ফরিদপুরে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বেলা ১১টায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি কোন পাতানো নির্বাচনে অংশ নেবেনা। সরকার যদি বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করতে চায় সেই নির্বাচন রুখে দেয়া হবে। কোন মতেই একতরফা নির্বাচন এদেশে হতে দেয়া হবেনা।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ সভাপতি শহীধ পারভেজ, অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক টুলু, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুছা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ফাত্তাউল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক এম এ শোয়েব, সাহিত্য ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা হাসানুর রহমান মৃধা, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ।
বিডি প্রতিদিন/১৯ আগষ্ট ২০১৮/হিমেল