নাটোরের লালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের আদম সরদারের শিশু পূত্র নাইম আজ সকালে রাজশাহী থেকে বেড়াতে আসা তার খালাতো বোন আফিয়াকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
এক পর্যায়ে সকলের অগোচরে দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় এক মহিলা পুকুরে আফিয়ার লাশ ভেসে থাকতে দেখে তাকে তুলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে সেখান থেকে নাইমকে উদ্ধার করে স্বজনরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন