কক্সবাজারের চকরিয়ায় এবার হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল বিক্রি না করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এজন্য চকরিয়ার পেট্টোল পাম্পগুলাকে নির্দেশনা দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ ধরনের একটি সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, গত দুইদিনে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১১জন মানুষ মারা গেছে। এটা খুব দুঃখজনক। এর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের দুইজন নেতা মারা গেছেন। ওইসময় তারা যদি হেলমেট পরতো তাহলে হয়তো বড় ধরনের দূর্ঘটনা এড়ানো যেতো। আমরা যদি একটু সচেতন হই অন্তত দুর্ঘটনায় আহত হলেও মৃত্যুর মতো ঘটনা ঘটতে না পারে। তাই আমরা চকরিয়ায় যে সমস্ত পেট্টোল পাম্প রয়েছে সবগুলোকে নোটিশের মাধ্যমে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল বিক্রি না করার কথা জানিয়ে দেবো। এ ব্যতিক্রম হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম তার বক্তব্যে বলেন, দুর্ঘটনা শুধুমাত্র স্বজন হারানো নয়। সমাজের তথা দেশের সম্পদ হারানো। তাই দুর্ঘটনা এড়াতে আমাদের নিজেদের সচেতন হতে হবে। তিনি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে শুক্রবার থেকে তিনদিন পুরো উপজেলায় মাইকিং করা হবে। যাতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো না হয়। এরপর থেকে প্রশাসন অভিযানে নামবে।.
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, যে সমস্ত মোটরবাইক চালক হেলমেট ছাড়া গাড়ি চালাবেন তাদের তেল না দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। শুধুমাত্র চালককে হেলমেট পরলে হবে না। গাড়ি চালানোর সময় তাদের বাচ্চাদেরও হেলমেট পরানোর নির্দেশনা দেন তিনি।
এদিকে, গত ১১ ও ১২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতকে প্রধান করে পুলিশের একজন কর্মকর্তা, মালুমঘাট ও বানিয়ারছড়া হাইওয়ে পুলিশের একজন করে প্রতিনিধি, দুইজন ইউপি চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের একজন কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি হিসেবে চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ হানিফসহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনের হাতে তদন্ত রিপোর্ট দেবে। এর আলোকে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন।
উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ