কুমিল্লায় কভার্ডভ্যান থেকে তিশ’ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কাঠ গুলোর মূল্য চার লক্ষাধিক টাকা।
বৃহস্পতিবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে কাঠগুলো উদ্ধার করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে গাড়িটিকে সংকেত দেয়া হয়। সেটি না থামায় প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করা হয়। পদুয়ার বাজার এলাকায় এসে চালক ঢাকা মেট্রো উ-২৪৮৪ কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে ফরেস্ট রেঞ্জার মো.তোষাররফ হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন