নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন রহিম উল্লাহ, সোহেল ও আরব শাহ্। এই তিন মাদক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের ভূইগড় এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তিন মাদক ব্যবসায়ী রহিম উল্লাহ, সোহেল ও আরব শাহ্কে আটক করে সিদ্ধিরগঞ্জ থানার এস আই রেজাউল করিম । এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের সহযোগীদের গ্রেফতার এবং আরও ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ অভিযানে বের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর