টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে শুকুর মাহমুদ (২৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার সিকনা গ্রামের ছোট কুমরি বিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর মাহমুদ একই গ্রামের তায়েজ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার সিকনা গ্রামের ছোট কুমারি বিলে নৌকা যোগে কয়েকজন জেলে মাছ মারতে যায়। বৃষ্টি থাকায় একপর্যায়ে সেখানে বজ্রপাত হলে শুকুর মাহমুদ নামের এক জেলে নিহত ও ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। এরপর তাদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছামৎ শাহীনা আক্তার জানান, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর