কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৮৩ লাখ টাকার মূল্যমানের ১৬ হাজার ৬৭০ পিস ইয়াবা ও নারীসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। জানা যায়,১৩সেপ্টেম্বর
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, টেকনাফ উপজেলার শামলাপুর বাজারস্থ মোবারক মেডিক্যাল স্টোর'র সামনে পাকা রাস্তর উপরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সিএনজি যোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল। শামলাপুর বাজার এলাকা থেকে হাতেনাতে ৮ হাজার ৭২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃত হচ্ছেন, টেকনাফ সদর লম্বরী এলাকার মোঃ আব্দুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার (২৯),মহেশখালী পাড়ার মৃত আব্দুল হাসিম ছেলে মোঃ মাহমুদুল হক (২৩)। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৩ লাখ৬০ হাজার টাকা।
এছাড়া একইদিনে বিকাল ৪টার দিকে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে টেকনাফ পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন পূর্ব পার্শে হারুন ভাত ঘরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কে কে পাড়া থেকে হাতেনাতে ৭ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়।
আটককৃত হলেন টেকনাফ পৌরসভার ২নং পুরাতন পল্লান পাড়ারআব্দুর রহমান ছেলে আব্দুর রাজ্জাক(২৩)। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লাখ ৭৫ হাজার টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর