বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শনিবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম ও বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. আফতাফ হোসেন।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আফতাফ হোসেন।
কর্মশালায় তিনশতাধিক চালক, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে চালক ও পথচারীদের সর্তক অবস্থায় রাস্তায় চলাচল করতে হবে। সবাই আরও সচেতন হলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল