বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার ৪শ’ ৩৯ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩শ’ ৭০ টাকা এবং ৪টি সিম ও ৩টি মুঠোফোন সেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গত শুক্রবার গভীর রাতে র্যাবের বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আটক দুইজন হল ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রায়েবা বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতপালং এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহীম (২০)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, লেবুখালী ফেরীঘাটে ইয়াবা বিক্রির গোপন খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৪শ’ ৩৯ হাজার পসি ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩শ’ ৭০ টাকা এবং ৪টি সিম ও ৩টি মুঠোফোন সেট উদ্ধার করে।
আটককৃতরা গত ৪/৫ বছর ধরে দেশের বাহির থেকে ইয়াবার চালান ক্রয় করে কক্সবাজার, চট্টগ্রাম, বেনাপোল, যশোর, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন