ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাইপাস সড়কে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসের সামনের বেশ কিছু অংশ ট্রাকের মধ্যে ঢুকে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়। এদের মধ্যে বাসের হেলপার ও মহিলা শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সাভিসের কর্মীরা।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল