জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। খেলায় ফরিদপুর জেলার ৯টি উপজেলাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।
আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এএসএম আহসান তুহিন। উদ্বোধনী খেলায় ফরিদপুর সদর উপজেলা ৩-২ গোলে আলফাডাঙ্গা উপজেলাকে পরাজিত করে।
বিডি প্রতিদিন/ফারজানা