বরিশালে দিনব্যাপী শীতল পাটি মেলা ও শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, শীতল পাটি এখন আমাদের ঐতিহ্যের অংশ। এই শিল্প ও শিল্পের কারিকরদের টিকিয়ে রাখতে আর্থিক সহ সব ধরনের সহযোগীতা করতে সরকার প্রস্তুত রয়েছে। বরিশালের ঐতিহ্যবাহী শীতল পাটি উপহার হিসেবে দেওয়ার প্রচলন হলে শীতল পাটির পরিচিতি বাড়বে এবং কারিকরদেরও সহায়ক হবে।
রিচ টু আনরীচড নামে একটি বেসরকারী উন্নয়ন সংগঠন (রান), বরিশাল শীতল পাটি শিল্পী কল্যাণ সমিতি এবং বরিশাল চারুকলার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এই মেলা অনুষ্ঠিত হয়।
রিচ টু আনরীচড’র সভাপতি অধ্যাপিকা শিবানী চৌধুরীর সভাপতিত্বে শীতল পাটি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল আলম।
এছাড়া মেলা উপলক্ষে চারুকলা বরিশালের সহযোগীতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীতল পাটিকে শিশুদের মাঝে পরিচিতি করার লক্ষ্যে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মেলায় অংশ নেওয়া ৯টি স্টল ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন