ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, জনগণ যদি ভোট দিতে ভুল করে, শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী না হন তা হলে বাংলাদেশ ২০০ বছর পিছিয়ে পড়বে।
শনিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে এমপি আলী আজম মুকুল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
পরে এমপি মুকুল শিক্ষার মান্নোয়ন ও ঝরেপড়া রোধে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৮টি ইউনিয়নের ৮শ' শিক্ষার্থীকে স্কুলড্রেস এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১টি করে ল্যাপটপ প্রদান করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিস মো. আবদুল কুদদূসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, জেলা পরিষদ সদস্য সাহাজাদা তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব