মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের তিন নেতাসহ একাধিক মামলার ২০ আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত চালানো এ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত বিএনপি-জামায়াত নেতারা হলেন, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে বিএনপির স্থানীয় নেতা ইউনুস আলী, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামায়াত নেতা সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে জামায়াত নেতা আব্দুস সালাম।
নাশকতার আশঙ্কায় এ তিন নেতাকে আটক করে পুলিশ। এছাড়াও জিআর, সিআর ও মাদক মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১৭ আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের তিনটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল