বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের শীলাদেবীর ঘাট এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তবে বিকেল ৩টা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আনুমানিক ৬৫ বছর বয়সের ওই ব্যক্তি করতোয়া নদীর তীরে শীলাদেবীর ঘাটে ভক্তদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রে রাত্রিযাপন করতেন। আশে পাশের কেউ তার নাম পরিচয় জানতেন না। শনিবার সকালে সেখানেই ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
তিনি জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা