নওগাঁর মান্দা উপজেলার বৈদ্যপুর বাজারে এক বছর ধরে চলমান বিভিন্ন নামী দামি কোম্পানির মোড়কে বাজারজাতকৃত নকল সার ও কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমান সরঞ্জাম জব্দসহ মুলহোতা আরিফ হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আরিফ হোসেন খুলনার খানজাহান আলী উপজেলার শিরোমনি উত্তরপাড়া এলাকার মৃত: শওকত হোসেনের ছেলে।
সংবাদ পেয়ে কৃষি অধিদপ্তর ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মান্দা থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বৈদ্যপুর বাজারের অদুরে গোড়রা এলাকায় কারখানাটির সন্ধান পান। এরপর অনুসন্ধান চালিয়ে নকল সার ও কীটনাশক তৈরির সত্যতা পাওয়া যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আজ শনিবার সকালে কারখানাটিতে অভিযান দেয়া হয়েছে। এ সময় বিপুল পরিমান উপকরণ ও সরঞ্জামসহ কারখানারটির মুলহোতা আরিফ হোসেনকে পাশের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন