দিনাজপুরের পার্বতীপুরে একটি জ্বালানি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ায় দুইজন আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই মসজিদের মুসল্লিরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মসজিদের সন্মুখ ভাগ ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় আহত ভ্যান চালক জিয়াদ ও লরির হেলপার রাশেদ নাম আহত হয়েছেন। এদের মধ্যে রাশেদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, হবিগঞ্জ রশিদপুর গ্যাস ফিল্ড থেকে নির্গত নির্যাস পেট্রোল (বাংলা পেট্রোল) নিয়ে ৯টি লরি পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোতে আসে। ফেরার পথে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে একটি লরি (ঢাকা মেট্রো ঢ-৪১-০৩৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে এক রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে হলদীবাড়ী পাথারিপাড়া জামে মসজিদে আঘাত হানে। এসময় আহত হন চকমুশা গ্রামের ভ্যানচালক জিয়াদ (৩৫) ও সিলেট শ্রীমঙ্গল মির্জাপুর গ্রামের রাশেদ আলী (২৫)। জিয়াদকে স্থানীয় হাসপাতালে ও রাশেদকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই এশার জামায়াত শেষ হয়ে যায়। নামাজের সময় এ ঘটনা ঘটলে অনেক মুসল্লির প্রাণহানির শঙ্কা ছিল।
পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোর ইনচার্জ হেমায়েত উদ্দীন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম