পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয় নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর সকল কর্মকাণ্ডে বিদেশীরা সমর্থন জানিয়েছেন। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। একটা রোল মডেলে হিসেবে পরিণত হয়েছে। সারাবিশ্ব এখন বাংলাদেশকে বিভিন্ন খাতে অনুসরণ করে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর ডিগ্রি কলেজ জাতীয়করণ করা উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের পেছনে যিনি সারা বিশ্বে সমাদৃত তিনি হচ্ছেন বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আজিম উদ্দীন সরকার গোলাপ প্রমুখ।
এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী শাহীন আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা