আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকেন জানিয়ে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, এ সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নসহ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। তাই দেশকে আর অন্ধকারে নিমজ্জিত হতে দেয়া যাবে না।
শনিবার দুপুরে বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া বিলাইমারী গ্রামে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৭.৬৫ কি.মি. পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণ পূর্বক ১৮১টি বাড়িতে নতুন সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি এদেশের উন্নয়ন চায় না। তারা এদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের মানুষ ভালো থাকলেও তারা বলছে ভালো নেই। আসলে তারাই ভালো নেই যারা হাওয়া ভবনের মালিক এবং এতিমের টাকা আর্ত্মসাৎ করেছে। বিএনপির যেমন দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তেমনি দেশের মানুষের বিএনপির উপর কোনো আস্থা নেই। তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নাকি জাতিসংঘের মহাসচিবের কাছে বিচার চাইতে গিয়েছিলেন। দেশের মানুষের সাথে কথা নয়, বিএনপি’র বড় নেতারা এখন সন্ধ্যা হলেই গুলশান ও বারিধারায় গিয়ে বিদেশিদের সাথে আড্ডা দেয় এবং কথা বলে।
এর আগে, প্রধান অতিথি বিরলের কাজিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা চত্বরে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন, বিরল পৌর এলাকার নয়ামেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ধর্ম্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০ লাখ ৭২ হাজার টাকায় ১.৭ কি.মি. নতুন পাকা রাস্তার উদ্বোধন, বিরল রেল ঘুন্টি হতে বিরল দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা পর্যন্ত ৪৬ লাখ ৬৫ হাজার টাকায় ৪৪৫ মিটার পাকা রাস্তার উদ্বোধন এবং শহরের বকুলতোলা মোড় হতে মল্লুক দেওয়ান পর্যন্ত তিন কি.মি. রাস্তা প্রশস্ত করণ কাজের উদ্বোধন করেন। এ রাস্তা প্রশস্ত করণ কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া এলজিইডির অর্থায়নে রবিপুর গ্রামে যাওয়ার ১২০০ মিটার রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন তিনি। এ রাস্তায় নির্মাণ ব্যয় হবে ৭৬ লাখ ৫৬ হাজার টাকা।
অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি আলহাজ এম, আব্দুল লতিফের সভাপতিত্বে এবং যুবলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর এবং রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম।
অনুষ্ঠানের পরে প্রধান অতিথি এমপি খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা চত্বরের মুক্তমঞ্চে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে ৫ লাখ টাকায় নির্মিত ১২টি নৌকা উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট হস্তান্তর করেন এবং বিরল ডিগ্রি কলেজের পুরাতন নাম বিলুপ্ত করে বিরল সরকারি কলেজ হিসেবে নতুন ফলক উন্মোচন শেষে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ভান্ডারা ও রাণীপুকুর ইউনিয়নের দু'দলের মধ্যকার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম