নাটোরের বাগাতিপাড়ায় নিজের বানানো ইঁদুর মারার ফাঁদে পড়ে কৃষক কামাল হোসেন সরকারের (২৮) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সরকার ওই গ্রামের বেলাল হোসেন সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামাল হোসেন সরকার তার বাড়ির পাশে ধানের জমিতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে চারপাশে জিআই তারের বেষ্টনী দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। শুক্রবার রাত ১০টার দিকে কামাল হোসেন বাড়ি থেকে বের হয়ে নিজের বানানো ফাঁদে ইঁদুর ধরা পড়েছে কিনা তা দেখতে যায়। ওই বেষ্টনীর তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত