৩২টি খাসি জবাই দিয়ে নাটোরের নলডাঙ্গায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে পার্শ্ববর্তী মাঠে আয়োজিত গণসমাবেশে উপস্থিত অতিথিদের মাঝে খাসির মাংস, সাদা পোলাও বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে এই ভোজের আয়োজন করা হয়।
এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, জেলা আওয়াামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় স্বাস্থ্যবিভাগ গত এক সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে প্রস্ততি নিচ্ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে শুরু হয় রান্নার আয়োজন। এজন্য জবাই করা হয় ৩২টি খাসি। রান্না শেষ হয় এদিন বেলা ১২টারি দিকে।
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে আমন্ত্রিত কয়েক হাজার অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ৩২টি খাসির মাংস দিয়ে তৈরি দুপুরের খাবার।
রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আবু তাহের জানান, অনুষ্ঠান উপলক্ষ্যে ৩২টি খাসি জবাই ও ৫৫০ কেজি চালের সাদা পোলাও রান্না করা হয়। মোট ৩২০০ প্যাকেট খাবার প্রস্তিুতির টার্গেট নিয়ে রান্না করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা এস এম ফিরোজ আপ্যায়নের সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এই আপ্যায়নের ব্যবস্থা করেছেন তা তিনি জানেন না। তবে অনুষ্ঠান খুব সুন্দর এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। তিনি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বাসুদেবপুর এলাকায় যান।
নাটোরের সিভিল সার্জন চিকিৎসক আজিজুল ইসলাম জানান, মোট ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। পাঁচতলা ফাউন্ডেশনে চারতলা ভবনটিতে ১৫০০ বর্গফুট আবাসিক কর্মকর্তার কোয়ার্টার থাকবে। ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজটি শেষ হবে।
স্বাস্থ্য অধিদফতর কাজটি বাস্তবায়ন করছে বলে জানালেও রাজসিক আপ্যায়নের খরচের বিষয়টি তিনি জানেন না বলেও জানান। তবে স্বাস্থ্য অধিদফতরের প্রকৌশল বিভাগ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেছে বলেও জানান।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত