নরসিংদীর বেলাবতে সরকারের উন্নয়নমূলক শীর্ষক আলোকচিত্র প্রদর্শন, আলোচনা সভা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেলাব পাইলট মডার্ণ মডেল হাইস্কুল মাঠে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে ৫ মনোনয়ন প্রত্যাশী থেকে নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে পরিবর্তনের ডাক দেন।
নরসিংদী-০৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা এ এইচ আসলাম সানীর (সিআইপি) আহ্বানে একাত্ততা প্রকাশ করেন, মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. আব্দুর রউফ সরদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, কেন্দ্রীয় যুবলীগের উপ-শিক্ষাবিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কর্নেল আবদুর রউফ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মহাসমাবেশে যোগ দেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছরে উন্নয়নের মহাসড়কে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন মনোহরদী-বেলাবরের মানুষ উন্নয়ন অবহেলিত। স্থানীয় সংসদ সদস্য ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যনায়ন করে দলের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভাজন সৃষ্টি করে রেখেছেন। তাই আজ মনোহরদী-বেলাবতে পরিবর্তনের দাবি উঠেছে। তৃণমূলের সেই দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে মনোনয়ন পরিবর্তন করবেন এটাই সকলের প্রত্যাশা।
বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সাকলাইন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলম নীলু, কাঁচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন কনক, চন্দনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ হিরন, নারায়নপুরের চেয়ারম্যান মোসলেউদ্দিন সেন্টু, বেলাব উপজেলা যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন রিপন, পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চেয়ারম্যান, বিন্দাবাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত