গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনিছা বেগম(৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক আনিছা বেগম একই এলাকার দুদু শেখের স্ত্রী।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আনিছা বেগম ও তার স্বামী দু’জনই তালিকাভুক্ত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে কোচাশহর এলাকায় অভিযান চালিয়ে আনিছা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার