গাজীপুরের চান্দনা এলাকায় হুফফাজুল কুরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও একছাত্রকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় ওই পরিচালকের এক শিশু সন্তান আহত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, মাদ্রাসারই একটি কক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খলিল। মঙ্গলবার ভোরে ফজর নামাজের সময় মাদ্রাসার ছাত্রদের নিয়ে নামাজ পড়তে যান তিনি। এসময় কে বা কারা মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও মাদ্রাসার নুরানী ক্লাসের ছাত্র মামুনকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মাদ্রাসা পরিচালক জানান, তার পূর্বের স্ত্রী এ খুনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাসন থানার ওসি মোক্তার হোসেন।
বিডি প্রতিদিন/ফারজানা