রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করা হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ইউএনও’র পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। তবে বিষয়টি বুঝতে পেরে স্কুল প্রধানরা ইউএনও’র কাছে এসে এ বিষয়ে জানান। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়ে সাধারণ ডায়েরি করেন।
ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার সন্ধ্যায় পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরীকে তার দাপ্তরিক মোবাইল নম্বর থেকে ফোন করে একটি ল্যাপটপ দেওয়া হবে বলে একটি বিকাশ নম্বর দেয় এবং সেই নম্বরে ৪ হাজার টাকা দিতে বলা হয়। এছাড়া বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও ফোন করে ল্যাপটপ দেওয়ার কথা বলে ৭ হাজার টাকা দাবি করে। তিনি আরও জানান, দুই প্রতিষ্ঠান প্রধান সরাসরি ইউএনও’র কাছে এসে বিষয়টি সম্পর্কে জানান। তিনি বিষয়টি ওসিকে জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান