কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে টেকনাফ মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার হামিদ হোসেনের স্ত্রী।
থানা সূত্র জানিয়েছে, পরস্পর সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত মাদক সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মাদকদ্রব্য আইনে হাসিনার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৮/হিমেল