বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করে।
কান্দিরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক হাজী সফিউল আলম রায়হান। এ সময় বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর