কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান বিদেশী বিয়ার ও গাঁজা জব্দ করা হয়েছে। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব করা হয়নি।
চট্রগ্রাম পূর্ব জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, বুধবার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফের একটি দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের সাইরন খালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ২৪০ ক্যান সিংহা বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে, একই দিনে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ সেন্টমার্টিন্সের ছেড়াদ্বীপের ডাউনে অপর একটি দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের সময় সন্দেহ ভাজন একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে দেয়া বস্তা দুইটি তল্লাশী করে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২লক্ষ টাকা। জব্দকৃত বিয়ার ও গাঁজা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর