কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোহেল মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সোহেল পাকুন্দিয়ার অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল জাঙ্গালিয়া বাজার থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে যাবার পথে কাজিহাটি নামক স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন