টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ভর্তি শাল-গজারি গাছ পাচারকালে এক বনদস্যুসহ সাতজনকে আটক করেছে সখীপুর বনবিভাগ। বুধবার ভোররাতে ঢাকা মেট্রো ট-২২-৩৩২৪ নম্বরের একটি ট্রাক ও ঢাকা মেট্রো-গ-২৮-৪৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার থেকে আটক করা হয়।
এ সময় প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ১৫০টি শাল গজারি গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত দুটি গাড়ি ও গজারি গাছ টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা রয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ডনডনিয়া গ্রামের হাজি রিপন (৪৫), বেতুয়া গ্রামের আবদুল হামিদ (৪০), কচুয়া গ্রামের জুলহাস খান (৩০), মো. সিরাজ (৩৫), শফিকুল ইসলাম (২৫), বাসাইলের ফুলকি গ্রামের দীপক চন্দ্র দাস (৩০) ও নারায়ণগঞ্জের ফতুল্লাহ গ্রামের অহিদুল ইসলাম (৪০)।
বহেড়াতৈল বিট কর্মকর্তা ও মামলার বাদী এইচএম এরশাদ জানান, মঙ্গলবার গভীর রাতে ট্রাকযোগে গজারি গাছ পাচারের খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা (আরও) আতাউল মজিদের নেতৃত্বে একদল বনপ্রহরি ওই ট্রাকের পিছু নেয়। বুধবার ভোররাতে করটিয়া বাইপাস স্টেশনের বন কর্মকর্তা এমদাদুল হকের সহযোগিতায় শাল-গজারি গাছসহ একটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করে। ওই সময় সাতজনকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ বলেন, জব্দ করা ট্রাক ও প্রাইভেটকারের মালিক হাজি রিপন একজন বনদস্যু দীর্ঘদিন ধরে সে গজারি গাছ পাচার করে আসছে। আটককৃতদের টাঙ্গাইল বন আদালতের মাধ্যমে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর