খাগড়াছড়িতে চাঁদাবাজী মামলায় মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ তিন সহযোগিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সালিশের নামে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক মারধরের অভিযোগে এ মামলায় হয়। বুধবার খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র বিচারক মো. মোর্শেদ আলম এই আদেশ দেয়।
মাটিরাঙ্গা থানার ওসি জাকির হোসেন জানান, গত ১২ সেপ্টেম্বর তবলছড়ির মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে মো: মাবুল হককে সালিশের নামে চাঁদা না পেয়ে নারিকেল গাছের সাথে বেধে বেধরক মারধর করে তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও সহযোগিরা।
এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে গত ১৮ সেপ্টেম্বর থানায় চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। সে মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ৬ জনের জামিন মঞ্জুর করলেও আব্দুল কাদেরসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর