পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও নেছারাবাদ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী অপর ৪ প্রার্থী। সেই সঙ্গে প্রার্থী যেই হোক ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানানো হয়।
বুধবার বিকেলে স্বরূপকাঠী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় এই আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও এমপি আউয়ালের ভাই আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, বর্তমান সরকারের এ উন্নয়নের সুনাম কতিপয় দুর্নীতিবাজের কারণে ম্লান হতে দেওয়া যায় না। দুর্নীতি ও স্বাধীনতা বিরোধীদের রুখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই।
জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার তার বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। বিএনপি করে লুটপাট। বিএনপি জামায়াত জোট ক্ষমতায় গিয়ে ২০০১ সালে দেশে কি বিভিষিকাময় অবস্থার সৃষ্টি করেছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সকল নেতাকর্মীদের সতর্ক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদ গাজী জিয়াউল হাসান, অ্যাডভোকেট মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন রায় চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ফিরোজ, সদস্য মো. শহীদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, আব্দুস সালাম সিকদার, আল আমিন পারভেজ, কাজী সাইফুদ্দিন তৈমুর, শশাঙ্ক রঞ্জন সমদ্দার, জেলা ছাত্রলীগ সভাপতি জাহীদুল ইসলাম টিটু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন