দিনাজপুরে দুইটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে একটিতে নৌকা এবং অপরটিতে ধানের শীষ বিজয়ী হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমিনুল ইসলাম নৌকা মার্কা নিয়ে ১০২৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফরিদুল ইসলাম ৬২০২ভোট পেয়েছেন।
অপরদিকে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির উপ-নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলাম ৪৪৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী তোফাজ্জল হোসেন ৪২০৫ভোট পেয়েছেন।
দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন