চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে দুর্বৃত্তের বোমা হামলায় কামাল হোসেন কালু (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন পীরপুরকুল্লা গ্রামের কিতাব আলীর ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পীরপুরকুল্লা বটতলা মোড়ে এ বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাঠের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন কামাল হোসেন। এসময় তিনি গ্রামের বটতলা মোড় নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ