মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১০, জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১১ জন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠােনার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম