বাগেরহাটের মোরেলগঞ্জে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর-বাগেরহাট সড়কের মহিশপুরা এলাকায় রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এএসআই ওহিদুল হক ঘটনাস্থল থেকে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বুধবার দিবাগত রাতে যেকোন সময় বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক 'পাগলি' নিহত হয়েছেন। গাড়ি চাপায় তার মাথা থেঁতলে গেছে। তার পরনে ধূসর বর্ণের ছেড়া কাপড়চোপড় রয়েছে। ওই নারীকে স্থানীয় লোকজন ৮/১০দিন ধরে রাস্তার পাশে ঘোরাফেরা করতে দেখেছেন। তার কোন নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, এক পাগল নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৮/মাহবুব