মাগুরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মোহাম্মদ সাদ উল্লাহসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠনের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা। মেলায় ১১০টি স্টল স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম