ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার প্রথম দিনেই দর্শণার্থীদের ভিড় জমে ওঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী ও এনজিও কর্মীরা এতে অংশ নিয়েছেন।
মেলায় ৫৫টি স্টল বসেছে। এসব স্টল থেকে সরকারের উন্নয়ন কার্যক্রম পৃথক পৃথকভাবে প্রচার করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মো. শরীফ আহমেদ প্রধান অতিথি হিসেবে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, গ্রামগঞ্জসহ বর্তমান সরকারের আমলে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে জনগণ এর প্রতিদান দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে মেলায় যেতে দেখা গেছে। দর্শণার্থীদের ভিড়ে প্রাণবন্তকর ও আনন্দমুখর হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ও অফিসার ইন-চার্জ একেএম মাহবুব আলম জানান, মেলার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা