বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। তবে এই জোড়া হত্যার ঘটনায় ৪ দিন পরেও থানায় মামলা দায়ের হয়নি।
থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের সাথে দফায় দফায় অনুরোধ করা হয়েছে এজাহার দাখিলের জন্য। কিন্তু এখন পর্যন্ত (বৃহস্পতিবার বেলা ৩টা) কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। নিহত আনছার আলীর বাড়িসহ দৈবজ্ঞহাটি এলাকায় এখনো পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।
উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও যুবলীগ নেতা শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একই দলের প্রতিপক্ষের লোকেরা। এই হত্যাকান্ডের মূল হোতা আ. লীগ দলীয় চেয়ারম্যান শহিদুল ফকিরসহ এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ।
নিহতদের পরিবারের অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ফকির ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে আনছার আলী ও শুকুরকে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার