খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ-সমাবেশ করেছে মহানগর বিএনপি। আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিক্ষোভ সমাবেশ শেষে বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গায়েবি মামলা দায়ের, শতশত বিএনপি নেতাকর্মীকে আসামি করা, বাড়ি বাড়ি তল্লাশি ও গণগ্রেফতার চালিয়ে আতংক সৃষ্টি করা হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলের নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার