শরীয়তপুরের কোটাপাড়ায় মালবাহী মাহিন্দ্র উল্টে সেলিম হাওলাদার নামে এক চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কোটাপাড়া ব্রিজে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম নড়িয়া উপজেলার নশাসন সরদার কান্দি গ্রামের আমির হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, পালং বাজার থেকে সিমেন্ট বোঝাই মাহিন্দ্র গাড়িটি নশাসনের দিকে যাচ্ছিল। এসময় কোটাপাড়ার উচু ব্রিজে উঠার সময় গাড়িটি বাম পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় গাড়ির নিচে থেকে চালককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা