খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রূপসায় খানজাহান আলী (রহ.) ব্রিজের নীচে গাড়ির ধাক্কায় আরমান হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত আরমান রূপসার মো. শাহজাহানের ছেলে ও নৈহাটি মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার সময় সে ব্রিজের নীচে সাইকেল চালাচ্ছিল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রিজের নীচে কোষ্টগার্ডের গাড়ির ধাক্কায় ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে, বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে এক ভ্যানচালক হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই হরসিৎ মন্ডল জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পরিচয় না পাওয়া গেলে লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার