সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয়সমূহ বাতিলসহ ৮ দফা দাবিতে দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে সড়কে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার স্বার্থে চলতি মাসের ১৫ অক্টোবরে মধ্যে সড়ক পরিবহন আইন-১০১৮ বাতিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুইহারী নিজস্ব কার্যালয় থেকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি’র নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি’র নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয়সমূহ বাতিলসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর অন্য একটি অনুষ্ঠানে অফিসের বাইরে থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিসের এক কর্মচারী।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করে। ফলে দিনাজপুরের সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা ১২টার পর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করার পর পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মিছিলে ও স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, মো. তৈয়ব আলী, সাংগঠনিক মো. সাহাবুব ভাগিনা, অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মো. সামসুল আলম, সহ-সড়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আলম, দপ্তর সম্পাদক মো. রহিদুল ইসলাম রেজু, প্রচার সম্পাদক মো. জনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোশারফ হোসেন, কার্যকরি সদস্য মো. নাসির হোসেন রত্ন, মো. আলমগীর হোসেনসহ নির্বাচিত কার্যকরি কমিটির অন্যান্য সদস্য ৪/৫ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ