নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।
নোয়াখলী শহর ছাত্রদল, কলেজ ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে পৌর বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা জামাল, রনি, চয়ন, নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল, সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি সজিব, শহর ছাত্রদলের সভাপতি আরিফ, আনোয়ার হোসেন রকি, দিপকও হারুন ভূঞা প্রমূখ। বক্তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য মঙ্গলবার বিকেল ৩টার দিকে নোমানকে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন