বগুড়ার কাহালু উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের হয়েছে। কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের হয়েছে।
বুধবার রাতে কাহালু থানায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বগুড়ার কাহালু থানা পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ৮ টার দিকে কে বা কারা কাহালু উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি এবং একই সময়ে রেলগেট ৪ মাথা এলাকায় আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এই ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই কাহালু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলীকে প্রধান আসামি করে বিএনপি ও জামায়াতের ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করে কাহালু থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ শওকত কবীর জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার