কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এমপি আফজাল হোসেন বলেছেন, আমি মানুষকে ভালোবাসি। মানুষও আমাকে ভালোবাসে। এর বিনিময়ে আমি কিছু চাই না। মানুষের ভালোবাসার বিনিময়ে আমি এলাকার উন্নয়ন করে যাচ্ছি। তিনি বলেন, আমি মনোনয়নের জন্য উদগ্রীব নই। আমার কাজে খুশি হয়েই জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। কারণ আমি এ আসনটি দীর্ঘ ৩৫ বছর পর আওয়ামী লীগকে উপহার দিয়েছি।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজিতপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাজিতপুর বাঁশমহালে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম, পৌর সভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, জেলা পরিষদের সদস্য মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন মাস্টার, বাণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম প্রমুখ। সভায় বিভিন্ন স্থান থেকে দলের হাজারো কর্মী-সমর্থক মিছিল সহকারে সমাবেশে অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার