আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দেওয়া এবং ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন জোরদার করার আহবান জানিয়ে বরিশাল নগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট বরিশালের সমন্বয়ক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রিয় কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য আহসান হাবীব লাবলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ কেন্দ্রিয় মাক্সবাদ সদস্য আলমগীর হোসেন দুলাল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব হারুনর রশিদ মাহমুদ ও কমরেড সাইদুর রহমান।
সমাবেশের আগে নগরীর বিভিন্ন স্থান থেকে জোটের বিভিন্ন শরীক দল খন্ড খন্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশে যোগ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার